মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস (এমইএস) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ । পদ সংখ্যা ১৩৪

হোয়াটসঅ্যাপে আমরা

দেখুন
মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস (এমইএস) নিয়োগ বিজ্ঞপ্তি
মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস (এমইএস) নিয়োগ বিজ্ঞপ্তি

মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস (এমইএস) বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি সামরিক প্রকৌশলী এবং সরকারি সংস্থা। বাংলাদেশের সকল ক্যান্টনমেন্টে “জিই/এজিই (আর্মি/নেভী/এয়ার)” নামে এই সংস্থার একটি ইউনিট রয়েছে। বাংলাদেশের সাময়িক বাহিনীর ক্যান্টনমেন্ট, প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ, উন্নয়ন এবং সংরক্ষণের দায়িত্বে থাকেন। এছাড়া বিভিন্ন সরকারি প্রকল্পে এই সংস্থার বিশেষ অবদান রয়েছে। এর সদরদপ্তর সেনাসদর ই’ইনসির শাখা পূর্ত পরিদপ্তর ঢাকা সেনানিবাসে অবস্থিত।

সম্প্রতি মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস (এমইএস) এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে সর্বমোট নয়টি (০৯) গ্রেডে ১৩৪ টি শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির স্মারক নং-; তারিখ ২০/০২/২০২৫ খ্রিস্টাব্দ। জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী যোগ্যতা সম্পন্ন বাংলাদেশের প্রকৃত নাগরিকদের মধ্যে শর্ত সাপেক্ষে অনলাইনে আবেদন আহবান করেছে মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস (এমইএস)।

মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস (এমইএস) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

প্রতিষ্ঠানের নামমিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস (এমইএস)
চাকুরির ধরণসরকারী
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ২০/০২/২০২৫
পদের সংখ্যা০৮ টি
শূন্য পদের সংখ্যা১৩৪ টি
শিক্ষাগত যোগ্যতাঅষ্টম শ্রেণী পাশ, এসএসসি পাশ, এইচএসসি পাশ, স্নাতক পাস লাগবে চাকরির পদ অনুযায়ী।
বেতন স্কেল১৪,১৫,১৬,১৮ ও ২০ গ্রেড (৮,২৫০-২৪,৬৮০)
কর্মস্থলসমগ্র বাংলাদেশ
আবেদন ফি১১২/- ও ৫৬/- টাকা (ভ্যাট সহ)
আবেদনের মাধ্যমঅনলাইন
আবেদন শুরুর তারিখ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০০ (সকাল)
আবেদন শেষের তারিখ১৭ মার্চ ২০২৫, ০৫:০০ (বিকাল)
নিয়োগ বিজ্ঞপ্তি ডাউনলোড করুনঅনলাইনে আবেদন করুন
4.6/5 - (5 votes)

মন্তব্য করুন