আজকের তারিখ ২০২৫ । বাংলা, ইংরেজি ও আরবি

হোয়াটসঅ্যাপে আমরা

দেখুন
আজকের তারিখ
আজকের তারিখ

আজকের তারিখ বাংলা, ইংরেজি ও আরবি

  • এখন কোন ঋতু চলছে: গ্রীষ্ম
  • আজকে কি বার: মঙ্গলবার
  • আজকের বাংলা তারিখ: ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
  • আজকের ইংরেজী তারিখ: ২৯ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • আজকের আরবি তারিখ: ৩০ শাওয়াল, ১৪৪৬ হিজরি

বাংলা বর্ষপঞ্জিকা অনুযায়ী মাসের নাম

বাংলা ক্যালেন্ডার অনুযায়ী ১২ টি মাস মিলিয়ে এক বছর হয়। নিচে বাংলা দিনপঞ্জির ১২ মাসের নাম ছকে উল্লেখ করা হয়েছেঃ-

  • বৈশাখ।
  • জ্যৈষ্ঠ।
  • আষাঢ়।
  • শ্রাবণ।
  • ভাদ্র।
  • আশ্বিন।
  • কার্তিক।
  • অগ্রাহায়ণ।
  • পৌষ।
  • মাঘ।
  • ফাল্গুন।
  • চৈএ।

বাংলা মাসের বারের নাম

বাংলা মাসের ক্যালেন্ডার অনুযায়ী ৭ দিনে একটি সপ্তাহ হয়। নিচে ৭ ‍দিনের নাম দেওয়া হয়েছে।

  • শনিবার।
  • রবিবার।
  • সোমবার।
  • মঙ্গলবার।
  • বুধবার।
  • বৃহস্পতিবার।
  • শুক্রবার।

বাংলা ছয় ঋতুর নাম

ছয় ঋতুর দেশ বাংলাদেশ প্রতিটি ঋতুর মেয়াদ দুই মাস করে হয়। বাংলাদেশের আবহাওয়া ও জলবায়ুর উপর ভিত্তি করে ৬টি ঋতুতে ভাগ করা হয়েছে।

  • গ্রীষ্মকাল।
  • বর্ষাকাল।
  • শরৎকাল।
  • হেমন্তকাল।
  • শীতকাল।
  • বসন্তকাল।

বাংলা বর্ষপঞ্জিকা অনুযায়ী ৬টি ঋতুর নাম

বাংলা বর্ষপঞ্জিকা অনুযায়ী ৬টি ঋতু রয়েছে। প্রতি দুই মাসে একটি ঋতুর আর্বিভাব ঘটে। নিচে তার বিবরণ ছক আকারে দেয়া হলোঃ-

ঋতুর নামশুরুশেষবাংলা মাসের নাম
গ্রীষ্মমধ্য-এপ্রিলমধ্য-জুনবৈশাখ, জ্যৈষ্ঠ
বর্ষামধ্য-জুনমধ্য-আগস্টআষাঢ়, শ্রাবণ
শরৎমধ্য-আগস্টমধ্য-অক্টোবরভাদ্র, আশ্বিন
হেমন্তমধ্য-অক্টোবরমধ্য-ডিসেম্বরকার্তিক, অগ্রহায়ণ
শীতমধ্য-ডিসেম্বরমধ্য-ফেব্রুয়ারিপৌষ, মাঘ
বসন্তমধ্য-ফেব্রুয়ারিমধ্য-এপ্রিলফাল্গুন, চৈত্র

ইংরেজী মাসের নাম

ইংরেজী ক্যালেন্ডার বিশ্বে বহুল ব্যবহৃত ক্যালেন্ডার। আমাদের দেশের প্রায় সকল কাজ ইংরেজী ক্যালেন্ডার অনুসারেই করা হয়ে থাকে। নিচে ইংরেজী ১২ মাসের নাম দেওয়া হলো।

ইংরেজী বারের নাম

ইংরেজী মাসের নাম তো উপরে জানলাম এবার ইংরেজী ৭ টি বারের নাম জানবো।

  • Saturday.
  • Sunday.
  • Monday.
  • Tuesday.
  • Wednesday.
  • Thursday.
  • Friday.

আরবি মাসের নাম

আরবি মাস সমূহকে মূলত হিজরি সনে গণনা করা হয়। আরব দেশ থেকে উৎপত্তি এ আরবি মাসের বা হিজরি গণনার। ১৪৪০ সন পূর্ব থেকে হিজরি গণণা শুরু হয় । এর পূর্বে আরব/মধ্যপ্রাচ্য জনসাধারণ বিভিন্ন ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে সন, দিন মনে রাখতেন।

নিচের ছকে আরবি ১২ মাসের নাম ও অর্থ সহ উল্লেখ করা হলো।

  • মহররম অর্থ (মর্যাদাপূর্ণ)।
  • সফর অর্থ (খালি কিংবা শূন্য)।
  • রবিউল আওয়াল অর্থ (বসন্তের শুরু)।
  • রবিউস সানি (আখের অর্থ হল শেষ )।
  • জমাদিউল আউয়াল (অর্থ জমে যাওয়া কিংবা স্থবির হয়ে যাওয়া)।
  • জমাদিউস সানি (উখরা শেষ)।
  • রজব (সম্মান করা)।
  • সাবান(ছেড়ে দেওয়া কিংবা বিচ্ছিন্ন হয়ে যাওয়া)।
  • রমজান (জ্বালিয়ে দেওয়া)।
  • শাওয়াল (তোলা কিংবা উঠানো)।
  • জিলকদ (বসে থাকা )
  • জিলহজ (হজের মাস )
5/5 - (4 votes)

মন্তব্য করুন