মে মাসে সরকারি চাকরিজীবীরা পাচ্ছেন ০৬ দিনের ছুটি

হোয়াটসঅ্যাপে আমরা

দেখুন
Sorkari Chutir Talika
মে মাসে সরকারি চাকরিজীবীরা পাচ্ছেন ০৬ দিনের ছুটি

মে মাসে সরকারি চাকরিজীবীরা কাটাতে পারবেন ০৬ দিনের ছুটি। মে ২০২৫ সালে বাংলাদেশে সরকারি ছুটি থাকবে মোট ২ দিন কিন্তৃ এর সাথে থাকছে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটির দিন।

মে মাসের সরকারি ছুটির তালিকা

  • ১ মে (বৃহস্পতিবার): মে দিবস (আন্তর্জাতিক শ্রমিক দিবস)
  • ১১ মে (রবিবার): বুদ্ধ পূর্ণিমা

মে মাসে সরকারি চাকরিজীবীরা ০৬ দিনের ছুটি পাবেন যেভাবে

মে মাসে সরকারি চাকরিজীবীরা দুই দফায় ০৩ (তিন) দিন করে ছুটি উপভোগ করতে পারবেন। মে দিবসের ছুটি বৃহস্পতিবার হওয়ার কারণে এর সাথে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যোগ হয়ে টানা তিন দিনের ছুটি হবে (১, ২ ও ৩ মে)। একইভাবে, বুদ্ধ পূর্ণিমার ছুটি রবিবার হওয়ার কারণে তার আগের শুক্র ও শনিবারও সাপ্তাহিক ছুটি থাকায় আবারও টানা ০৩ (তিন) দিনের ছুটি পাবেন (৯, ১০ ও ১১ মে)।

উল্লেখ্য যে, ছুটির বিধিমালা অনুযায়ী, দুই ছুটির মাঝে নৈমিত্তিক ছুটি নেওয়ার নিয়ম নেই। নিলে তা টানা ছুটি হয়ে যাবে। অবশ্য অর্জিত ছুটি নেওয়ার সুযোগ আছে। এ ছাড়া ঐচ্ছিক ছুটি নেওয়ার সুযোগ আছে।

মে মাসে সরকারি ছুটি কত দিনের?

মে ২০২৫ সালে বাংলাদেশে সরকারি ছুটি রয়েছে মোট ২ দিন।

০১ লা মে কি দিবস?

০১ লা মে দিবস (আন্তর্জাতিক শ্রমিক দিবস)।

০১ লা মে কি সরকারি ছুটি থাকবে?

জ্বি ০১ লা মে সরকারি ছুটি থাকবে ওই দিনকে মে দিবস (আন্তর্জাতিক শ্রমিক দিবস) পালন করা হবে।

বুদ্ধ পূর্ণিমা কবে?

১১ মে (রবিবার): বুদ্ধ পূর্ণিমা।

5/5 - (3 votes)

মন্তব্য করুন