বাংলাদেশ সমরাস্ত্র কারখানা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ । পদ সংখ্যা ২২০

হোয়াটসঅ্যাপে আমরা

দেখুন
somorastro-karkhana-niyog-biggopti
সমরাস্ত্র কারখানা নিয়োগ বিজ্ঞপ্তি

বাংলাদেশ সেনাবাহিনীর সর্ববৃহৎ সামরিক কারখানা হচ্ছে সমরাস্ত্র কারখানা। সমরাস্ত্র কারখানা গাজীপুরে অবস্থিত। সমরাস্ত্র কারখানায় বাংলাদেশ সেনাবাহিনীর জন্য অস্ত্র, গোলাবারুদ, এবং অন্যান্য সরঞ্জাম তৈরি করা হয়।

সম্প্রতি সমরাস্ত্র কারখানা বিভিন্ন গ্রেড ভুক্ত ২২০ টি বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির স্মারক নং-২৩.২৭.০০০০.১১৭.০১/৫.০০১.২৪.; তারিখ ১৬/০২/২০২৫ খ্রিস্টাব্দ। জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী যোগ্যতা সম্পন্ন বাংলাদেশের প্রকৃত নাগরিকদের মধ্যে শর্ত সাপেক্ষে অনলাইনে আবেদন আহবান করেছে বাংলাদেশ সমরাস্ত্র কারখানা

বাংলাদেশ সমরাস্ত্র কারখানা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

প্রতিষ্ঠানের নামসমরাস্ত্র কারখানা
চাকুরির ধরণসরকারী
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ১৬/০২/২০২৫
পদের সংখ্যা২০ টি
শূন্য পদের সংখ্যা২২০ টি
বেতন স্কেল১১,১৪,১৬,১৭,১৮,১৯ ও ২০
কর্মস্থলসমগ্র বাংলাদেশ
আবেদন ফি১৬৮/-,১১২/- ও ৫৬/- টাকা (ভ্যাট সহ)
আবেদনের মাধ্যমঅনলাইন
আবেদন শুরুর তারিখ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০০ (সকাল)
আবেদন শেষের তারিখ১৭ মার্চ ২০২৫, ০৫:০০ (বিকাল)
নিয়োগ বিজ্ঞপ্তি ডাউনলোড করুনঅনলাইনে আবেদন করুন
5/5 - (3 votes)

মন্তব্য করুন