কক্সবাজার বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত একটি শহর, মৎস্য বন্দর এবং পর্যটন কেন্দ্র। এটি চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার সদর দপ্তর। তাছাড়া শহরটি ঢাকা, চট্টগ্রাম, খুলনা, কুমিল্লা, সিলেট, রাজশাহী, ময়মনসিংহ, বগুড়া ও রংপুর নগরীর পর বাংলাদেশের দশম বৃহত্তম শহর চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম ও কুমিল্লা নগরীর পর তৃতীয় বৃহত্তম শহর।
সম্প্রতি কক্সবাজার সিভিল সার্জন কার্যালয়ে নিম্নবর্ণিত শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নিয়োগ বিজ্ঞপ্তির সূত্র নং-সিএস/কক্স/১১-২০ গ্রেড নিয়োগ-২০২৪/প্রশাঃ/২০২৫/৬৩২৫; তারিখ- ১৯ মে ২০২৫ ইং। বিজ্ঞপ্তিতে সর্বমোট ০৭ (সাত) টি পদে ১৬৯ টি শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী যোগ্যতা সম্পন্ন স্থায়ী বাসিন্দাদের নিকট হতে অনলাইনে আবেদন আহবান করেছে কক্সবাজার সিভিল সার্জন। cscox Niyog Biggopti 2025.
কক্সবাজার সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
প্রতিষ্ঠানের নাম | কক্সবাজার সিভিল সার্জন কার্যালয় |
চাকুরির ধরণ | সরকারি |
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ | ১৯/০৫/২০২৫ |
বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যম | টেলিটক অল জবস |
পদের সংখ্যা | ০৭ টি |
শূন্য পদের সংখ্যা | ১৬৯ টি |
বয়সসীমা | ১৮-৩২ বছর |
শিক্ষাগত যোগ্যতা | ৮ম/এসএসসি/এইচএসসি/স্নাতক পাশ |
বেতন স্কেল | ৯,৩০০-২৪,৬৮০ টাকা |
কর্মস্থল | কক্সবাজার |
আবেদন ফি | ১১২/- টাকা (ভ্যাট সহ) |
আবেদনের মাধ্যম | অনলাইন |
আবেদন শুরুর তারিখ | ২২ মে ২০২৫, ১০:০০ (সকাল) |
আবেদন শেষের তারিখ | ১২ জুন ২০২৫,০৫: ০০ (বিকাল) |
কক্সবাজার সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগে পদের নাম ও সংখ্যা
- Statistician (পরিসংখ্যানবিদ) পদ সংখ্যা ০৫ টি
- Store Keeper (স্টোর কিপার) পদ সংখ্যা ০৭ টি
- Cold Chain Technician (কোল্ড চেন টেকনিশান) পদ সংখ্যা ০১ টি
- Entomology Technician (কীটতত্ত্বীয় টেকনিশিয়ান) পদ সংখ্যা ০২ টি
- Office Assistant-cum-Computer Typist (অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক) পদ সংখ্যা ০২ টি
- Health Assistant (স্বাস্থ্য সহকারী) পদ সংখ্যা ১৪৮ টি
- Driver (গাড়ী চালক) পদ সংখ্যা ০৪ টি
কক্সবাজার সিভিল সার্জন কার্যালয় নিয়োগের অফিসিয়াল মূল বিজ্ঞপ্তি
কক্সবাজার সিভিল সার্জন কার্যালয়ে আবেদনের নিয়মাবলী ও শর্তাবলী
সময়সীমাঃ
আবেদন শুরুঃ ২২ মে ২০২৫
আবেদন শেষঃ ১২ জুন ২০২৫
বয়সসীমাঃ
কক্সবাজার সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এ সাধারন আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স নির্ধারণের ক্ষেত্রে নিয়োগ কর্তৃপক্ষ যে শর্ত দিয়ে থাকবে, সে অনুযায়ী আপনাকে আবেদন করতে হবে। বয়স নির্ধারণের সকল শর্ত মূল বিজ্ঞপ্তি রয়েছে তা ভালো ভাবে পড়ুন।
অনলাইনে আবেদনের নিয়মঃ
১। কক্সবাজার সিভিল সার্জন কার্যালয় এ Online আবেদনপত্রে প্রার্থী তাঁর রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ প্রস্থ ৩০০) pixel ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ প্রস্থ ৮০) pixel স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 KB হতে হবে।
২। আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
৩। আবেদন ফি জমাদানের পরে আর কোন পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant’s copy-তে তার সাম্প্রতিক তোলা রঙ্গিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষর সংযুক্ত করা ও এর সঠিকতার বিষয়টি PDF copy ডাউনলোডপূর্বক নিশ্চিত করে একটি রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন।
অনলাইনে ফি জমার পদ্ধতিঃ
কক্সবাজার সিভিল সার্জন কার্যালয় আবেদনে Applicant’s Copy তে একটি User ID দেয়া থাকবে এবং পরবর্তীতে User ID ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন টেলিটক প্রি পেইড মোবাইল নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ ক্রমিক নং ০১ হতে ০৭ নং পর্যন্ত পদের জন্য (১০০/- টাকা ও টেলিটকের সার্ভিজ চার্জ ১২/- টাকাসহ) (অফেরত যোগ্য) মোট ১১২/- (একশত বার) টাকা অফেরতযোগ্য অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন।
>> প্রথম এসএমএসঃ CSCOXUser ID লিখে Send করতে হবে ১৬২২২ নম্বরে। Example: CSCOX ABCDEF
>> দ্বিতীয় এসএমএসঃ CSCOX YES PIN লিখে Send করতে হবে ১৬২২২ নম্বরে।
>> Example: CSCOX YES 0000000
নিয়োগদানকারী প্রতিষ্ঠানের তথ্য
প্রতিষ্ঠানের নাম | সিভিল সার্জন কার্যালয়,কক্সবাজার |
প্রতিষ্ঠানের ধরণ | সরকারি |
ফোন নম্বর | ০২৩৩৪৪৬২৩৭০ ও ০১৭০১২৪৮১৩৫ |
ই-মেইল | coxsbazar@cs.dghs.gov.bd |
ঠিকানা | সিভিল সার্জন কার্যালয়, (বাহারছড়া মুক্তিযোদ্ধা মাঠের দক্ষিণ পাশে), কলাতলী সড়ক, সদর পৌরসভা, কক্সবাজার। |
ওয়েব সাইট | https://cs.coxsbazar.gov.bd/ |