বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ । পদ সংখ্যা ২৪৪

হোয়াটসঅ্যাপে আমরা

দেখুন
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) বাংলাদেশ সরকারের একটি প্রতিষ্ঠান। দেশ স্বাধীনের পর ১৯৭২ সালে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটি দেশের বিদ্যুৎ অবকাঠামো নির্মাণ এবং দেশের অধিকাংশ বিদ্যুৎ উৎপাদন,পরিচালন ও বিতরণের কাজ করে থাকে। বিপিডিবি বর্তমানে দেশের নগরাঞ্চলে বিদ্যুৎ বিতরণ করছে। বিপিডিবি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের অধীনে রয়েছে।

সম্প্রতি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে (বিপিডিবি) নিম্নবর্ণিত শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নিয়োগ বিজ্ঞপ্তির সূত্র নং-২৭.১১.০০০.২১০.৬৩.০০১.২৪-৫২; তারিখ- ২৪ মে ২০২৫ ইং। বিজ্ঞপ্তিতে সর্বমোট ০৯ (নয়) টি পদে ২৪৪ টি শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী যোগ্যতা সম্পন্ন স্থায়ী বাসিন্দাদের নিকট হতে অনলাইনে আবেদন আহবান করেছে বিপিডিবি।বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি cscox Niyog Biggopti 2025.

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

প্রতিষ্ঠানের নামবাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে (বিপিডিবি)
চাকুরির ধরণসরকারি
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ২৪/০৫/২০২৫
বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমটেলিটক অল জবস
পদের সংখ্যা০৯ টি
শূন্য পদের সংখ্যা২৪৪ টি
বয়সসীমা১৮-৩২ বছর
শিক্ষাগত যোগ্যতা৮ম/এসএসসি/এইচএসসি/স্নাতক পাশ
বেতন স্কেল৮,৮০০-৩৮,৬৪০ টাকা
কর্মস্থলসমগ্র বাংলাদেশ
আবেদন ফি২২৩,১৬৮,১১২ ও ৫৬/- টাকা (ভ্যাট সহ)
আবেদনের মাধ্যমঅনলাইন
আবেদন শুরুর তারিখ২৮ মে ২০২৫, ১০:০০ (সকাল)
আবেদন শেষের তারিখ১৯ জুন ২০২৫,০৫:০০ (বিকাল)

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নিয়োগে পদের নাম ও সংখ্যা

  • উপ সহকারী প্রকৌশলী পদ সংখ্যা ৮২ টি
  • সহকারী নিরাপত্তা কর্মকর্তা/আঞ্চলিক গোয়েন্দা কর্মকর্তা পদ সংখ্যা ০২ টি
  • ফার্মাসিস্ট/মেডিক্যাল এ্যাসিস্টেন্ট পদ সংখ্যা ২৫ টি
  • সিনিয়র স্টাফ নার্স পদ সংখ্যা ০৪ টি
  • সহকারী হিসাব রক্ষক পদ সংখ্যা ৩০ টি
  • উচ্চমান হিসাব সহকারী পদ সংখ্যা ৭৭ টি
  • জুনিয়র স্টাফ নার্স পদ সংখ্যা ১০ টি
  • ড্রেসার পদ সংখ্যা ০৬ টি
  • মিডওয়াইফ পদ সংখ্যা ০৯ টি

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নিয়োগের অফিসিয়াল মূল বিজ্ঞপ্তি

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ । পদ সংখ্যা ২৪৪
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ । পদ সংখ্যা ২৪৪

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নিয়োগে আবেদনের নিয়মাবলী ও শর্তাবলী

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নিয়োগে আবেদনের সময়সীমাঃ
আবেদন শুরুঃ ২৮ মে ২০২৫
আবেদন শেষঃ ১৯ জুন ২০২৫

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নিয়োগে আবেদনের বয়সসীমাঃ
সাধারন আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে থাকতে হবে।বয়স নির্ধারণের ক্ষেত্রে নিয়োগ কর্তৃপক্ষ যে শর্ত দিয়ে থাকবে, সে অনুযায়ী আপনাকে আবেদন করতে হবে। তাই বয়স নির্ধারণের সকল শর্ত উপরে দেওয়া মূল বিজ্ঞপ্তি রয়েছে তা ভালো ভাবে দেখুন।

অনলাইনে ফি জমা দেওয়ার পদ্ধতিঃ
Applicant’s কপিতে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যেকোন Teletalk Pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে ক্রমিক নং-১ এ বর্ণিত পদের পরীক্ষার ফি বাবদ ২০০/- (দুইশত) টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ২৩/- (তেইশ) টাকাসহ মোট ২২৩/- (দুইশত তেইশ) টাকা, ক্রমিক নং-২ হতে ৪ এ বর্ণিত পদসমূহের জন্য পরীক্ষার ফি বাবদ ১৫০/- (একশত পঞ্চাশ) টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ১৮/- (আঠার) টাকাসহ মোট ১৬৮/- (একশত আটষট্টি) টাকা, ক্রমিক নং-৫ হতে ৭ এ বর্ণিত পদসমূহের জন্য ১০০/- (একশত) টাকা ও টেলিটক এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ১২/-(বারো) টাকাসহ মোট ১১২/- (একশত বারো) টাকা এবং ক্রমিক নং-৮ ও ৯ এ বর্ণিত পদসমূহের জন্য ৫০/- (পঞ্চাশ) টাকা ও টেলিটক এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ৬/- (ছয়) টাকাসহ মোট ৫৬/- (ছাপান্ন) টাকা অনধিক ৭২(বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দিতে হবে। তবে, সকল গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধি ও তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ) প্রার্থীরা আবেদন ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা ও টেলিটক এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ৬/- (ছয়) টাকাসহ মোট ৫৬/- (ছাপান্ন) টাকা অনধিক ৭২(বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দিবেন।

প্রথম SMS: BPDB User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: BPDB ABCDEF

দ্বিতীয় SMS: BPDB Yes PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: BPDB YES 12345678

নিয়োগদানকারী প্রতিষ্ঠানের তথ্য

প্রতিষ্ঠানের নামবাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)
প্রতিষ্ঠানের ধরণসরকারি
ফোন নম্বর9564669
ই-মেইলmember.admin@bpdb.gov.bd
ঠিকানাWAPDA Bhaban (1st Floor), Motijheel C/A, Dhaka-1000
ওয়েব সাইটhttps://bpdb.portal.gov.bd/

সর্বশেষ নিয়োগ বিজ্ঞপ্তি

5/5 - (1 vote)

মন্তব্য করুন