ভালোবাসা দিবস কবে? । ভ্যালেন্টাইনস সপ্তাহ ২০২৫ কবে কোন দিবস

হোয়াটসঅ্যাপে আমরা

দেখুন
ভালোবাসা দিবস
ভালোবাসা দিবস

ভালবাসা দিবস অথবা সেন্ট ভ্যালেন্টাইনস ডে বলেন সারা বিশ্বে ১৪ ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস পালিত হয়। ১৪ ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উপলক্ষ্যে প্রেমিক/প্রেমিকারা এই বিশেষ দিনকে ঘিরে নানা পরিকল্পনা করে।

সেন্ট ভ্যালেন্টাইনস ডে এর ইতিহাস অনেক পুরোনো। ভ্যালেন্টাইনস ডে এর ইতিহাস হয়তো অনেকেই জেনে থাকবেন । ইতিহাস ঘাঁটলে দেখতে পাবেন এর পেছনের কাহিনি মোটেও সহজ কিছু নয়। তবে আজ পিছনের ইতিহাসে যাচ্ছি না খৃষ্টীয় ৪৯৬ সাল থেকে এ দিবসটি সারা বিশ্বে পালিত হয়ে থাকলেও বাংলাদেশে ১৯৮০ সালের পর থেকে ভালোবাসা দিবসটি পরিচিতি পেয়েছে । সেন্ট ভ্যালেন্টাইনস ডে আসলে পাশ্চাত্য সংস্কৃতির অংশ তবে বাংলাদেশে এই দিবসটিকে তরুণ তরুণীরা ভালবাসা দিবস দেশী সংস্কৃতি হিসেবেই নিয়েছে।

ভালোবাসা দিবস কবে?

বাংলাদেশে ভালোবাসা দিবস প্রতি বছরের ১৪ ই ফেব্রুয়ারি তারিখে পালন করে । খৃষ্টীয় ৪৯৬ সাল থেকে এ দিবসটি সারা বিশ্বে পালিত হলেও বাংলাদেশে ১৯৮০ সালের পর থেকে ভালোবাসা দিবসটি জনপ্রিয় হয়।

ভ্যালেন্টাইনস সপ্তাহ ২০২৫

ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইনস ডে ১৪ ই ফেব্রুয়ারিতে পালন করা হলেও ভালোবাসা দিবসের সপ্তাহ শুরু হয় সেই ০৭ ই ফেব্রুয়ারিতে। ভ্যালেন্টাইন ডে পর্যন্ত সপ্তাহব্যাপী প্রতিদিনই রয়েছে কোনও না কোনও দিবস। প্রেমিক জুটির মধ্যে এই দিবসগুলোতে থাকে নানা রকমের পরিকল্পনা। তাহলে জেনে নেই ভালোবাসা সপ্তাহে কবে কোন দিবস –

  • রোজ ডে-০৭ ই ফেব্রুয়ারি
  • প্রোপোজ ডে-০৮ ই ফেব্রুয়ারি
  • চকোলেট ডে-০৯ ই ফেব্রুয়ারি
  • টেডি ডে-১০ ই ফেব্রুয়ারি
  • প্রমিজ ডে-১১ ই ফেব্রুয়ারি
  • হাগ ডে-১২ ই ফেব্রুয়ারি
  • কিস ডে-১৩ ই ফেব্রুয়ারি
  • ভ্যালেন্টাইনস ডে-১৪ ই ফেব্রয়ারি
5/5 - (1 vote)

মন্তব্য করুন