
এসএসসি (SSC) শব্দটির পূর্নরুপ হলো সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট অথবা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট। বাংলাদেশের সবচেয়ে বড় গন পরিক্ষাটি হচ্ছে এসএসসি পরিক্ষা। দশম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীরা এসএসসি পরিক্ষায় অংশগ্রহন করতে পারে। বর্তমানে বাংলাদেশে আলোচিত টপিক হচ্ছে “এসএসসি রেজাল্ট কবে দিবে ২০২৫? “ এছাড়াও অনেকে জানতে চায় “এসএসসি ফলাফল দেখার উপায় “ সম্পর্কে।
এ বছর এসএসসি-২০২৫ পরীক্ষায় সর্বমোট পরীক্ষার্থী ছিলো ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন যা ২০২৪ সালের তুলনায় এবার প্রায় এক লাখ পরীক্ষার্থী কম। গতবছর অর্থাৎ ২০২৪ সালের এসএসসি ও সমমানের পরিক্ষায় পরীক্ষার্থী ছিল ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন যা পূর্ববর্তী বছরের চেয়ে প্রায় ৪৮ হাজার পরীক্ষার্থী কম।
এসএসসি রেজাল্ট কবে দিবে ২০২৫?
এসএসসি রেজাল্ট কবে দিবে ২০২৫? তা জানার আগ্রহ সবার ২০২৫ সালের এসএসসি পরীক্ষা ১০ এপ্রিল বাংলা প্রথমপত্র দিয়ে শুরু হয়েছে এবং পরীক্ষা শেষ হয়েছে ১৩ মে । এসএসসি পরীক্ষা শেষ হওয়ার ৬০ )ষাট) দিনের মধ্যেই ফলাফল প্রকাশের ধারবাহিকতা রয়েছে। শিক্ষা মন্ত্রণালয় ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি সূত্রে জানা গেছে জুলাই মাসের ১০ অথবা ১১ তারিখের দিকে এসএসসি রেজাল্ট ২০২৫ প্রকাশ হতে পারে।
এসএসসি ২০২৫ পরীক্ষার রেজাল্ট প্রকাশের সময় কখন?
এসএসসি পরিক্ষার ফলাফল সাধারণত সকাল ১০ টা থেকে দুপুর ১২টার মধ্যে প্রকাশিত হয়। ফলাফল প্রকাশের দিন শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট অথবা বোর্ডগুলোর নিজস্ব ওয়েব পোর্টাল এবং মোবাইল এসএমএসের মাধ্যমে রেজাল্ট জানা যায়।
এসএসসি ফলাফল দেখার উপায়
এসএসসি পরীক্ষার ফলাফল দেখার তিনটি উপায় রয়েছে যার মধ্যে পদ্ধতি ১ ও ২ ঘরে বসে সহজেই রেজাল্ট দেখা সম্ভব। ধাপ সমূহ যথাক্রমে ০১) শিক্ষা মন্ত্রনালয়ের ওয়েবসাইটে,০২) এসএমএস এর মাধ্যমে,০৩) বিদ্যালয়ের নোটিশ বোর্ডে।
অনলাইনে এসএসসি ২০২৫ রেজাল্ট দেখার নিয়ম
মাধ্যমিক শিক্ষা মন্ত্রনালয়ের ওয়েব সাইটের মাধ্যমে ঘরে বসেই অবিভাবক নিয়ে নিমিষেই ফলাফল দেখা সম্ভব। মন্ত্রনালয় দুইটি ওয়েব সাইটের মাধ্যমে রেজাল্ট দেখার ব্যবস্থা রাখে যথাক্রমে www.educationboardresults.gov.bd অথবা www.eboardresults.com।
১. www.educationboardresults.gov.bd অথবা www.eboardresults.com ওয়েবসাইটে ওয়েব ব্রাউজারের মাধ্যমে প্রবেশ করুন
২. Examination: SSC/Equivalent নির্বাচন করুন
৩. Year: ২০২৫ সিলেক্ট করুন
৪. Board: আপনার বোর্ড নির্বাচন করুন
৫. Roll Number এবং Registration Number লিখুন
৬. Captcha পূরণ করুন
৭. Submit ক্লিক করুন
মোবাইলে এসএমএসের মাধ্যমে এসএসসি রেজাল্ট ২০২৫ দেখার উপায়
মোবাইলে এসএমএসের মাধ্যমে এসএসসি রেজাল্ট ২০২৫ দেখে নিতে পারেন যেকোন সিম অপারেটর থেকে এসএমএস পাঠাতে পারবেন এতে খরচ হবে ২.৫ টাকা।
SSC Board Roll Year
উদাহরণ: SSC DHA 123456 2025
এবং পাঠিয়ে দিন 16222 নম্বরে।
বিদ্যালয়ের মাধ্যমে এসএসসি ২০২৫ পরীক্ষার ফলাফল দেখার নিয়ম
এসএসসি পরীক্ষার রেজাল্ট বোর্ড প্রকাশ করার পর পরেই বিদ্যালয়ের নোটিশ বোর্ডে রোল অনুযায়ী লাগিয়ে রাখে তখন সেখান থেকে দেখে নিতে পারবেন তবে উপরের দুই উপায়ে এসএসসি ২০২৫ পরীক্ষার ফলাফল দেখা সহজ।
এসএসসি ২০২৫ পরিক্ষার রেজাল্ট চেক করার পদ্ধতি
এসএসসি পরীক্ষার রেজাল্ট দুইটি পদ্ধতির মাধ্যমে সহজেই মার্কশিট সহ পাওয়া সম্ভব। দুই পদ্ধতির মধ্যে প্রথমটি শিক্ষা বোর্ডের ওয়েবসাইট দ্বিতীয়টি হচ্ছে মোবাইলের এসএমএস এর মাধ্যমে। নিচে আমরা দুইটি পদ্ধতি আপনাদের দেখিয়ে দিবো। সম্পূন্ন পদ্ধতি দেখুন এখানে।
এসএসসি রেজাল্ট পুনঃনিরীক্ষা ২০২৫
ফলাফল প্রকাশের পর কেউ যদি মনে করেন যে তার রেজাল্ট সঠিক হয়নি, তাহলে শিক্ষার্থি বোর্ড চ্যালেঞ্জ বা রিভিউ আবেদন করতে পারবে। সাধারণত ফল প্রকাশের পর ৭ দিনের মধ্যেই রেজাল্ট পুনঃনিরীক্ষা আবেদন করতে হয়।
এসএসসি ২০২৫ জিপিএ ক্যালকুলেশন
| প্রাপ্ত নম্বর | গ্রেড | গ্রেড পয়েন্ট |
|---|---|---|
| ৮০–১০০ | A+ | ৫.০০ |
| ৭০–৭৯ | A | ৪.০০ |
| ৬০–৬৯ | A− | ৩.৫০ |
| ৫০–৫৯ | B | ৩.০০ |
| ৪০–৪৯ | C | ২.০০ |
| ৩৩–৩৯ | D | ১.০০ |
| ০–৩২ | F | ০.০০ |