বিআরইবি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ (সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার)
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি)
বিআরইবি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
এক নজরে বিআরইবি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
নিয়োগদানকারী সংস্থা | বিআরইবি |
বিজ্ঞপ্তি প্রকাশ | ১৪ ফেব্রুয়ারি ২০২৩ |
শূন্যপদ সংখ্যা | ১১০ টি (কম/বেশি হতে পারে) |
পদের নাম | সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার (ওএন্ডএম/ইএন্ডসি/ইআরইউ/পিএন্ডএম/ইআরসি/এসএন্ডপি/জিএস)। |
অনলাইনে আবেদন শুরু | ১৪ ফেব্রুয়ারি ২০২৩ |
আবেদন শেষ | ২৮ ফেব্রুয়ারি ২০২৩ |
আবেদন ফি | ৩০০/- টাকা |
অফিসিয়াল ওয়েবসাইট | http://www.reb.gov.bd/ |
পদ অনুসারে জনবলের সংখ্যা
- পদের নাম: সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার (ওএন্ডএম/ইএন্ডসি/ইআরইউ/পিএন্ডএম/ইআরসি/এসএন্ডপি/জিএস)
- শূন্যপদ সংখ্যা: ১১০ টি (কম/বেশি হতে পারে)
- গ্রেড: ১০ তম
- বেতন স্কেল: ২৯,৬০০/- টাকা।
- শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (ইলেকট্রিক্যাল/পাওয়ার)।
- বয়স: ১৮ থেকে ৩০ বৎসর।
যেভাবে আবেদন করবেন
পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে বিআরইবি ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। পরীক্ষার বিষয়ে সব তথ্য বাপাউবো ওয়েবসাইটে পাওয়া যাবে। আগ্রহী প্রার্থীরা ১৪ ফেব্রুয়ারি ২০২৩ সকাল ১০:০০ থেকে ২৮ ফেব্রুয়ারি তারিখ বিকাল ৫:০০ পর্যন্ত আবেদন করতে পারবেন।
চাকরির বিজ্ঞপ্তির অতিরিক্ত তথ্য
- চাকরির আবেদন ফি: ৩০০/- টাকা
- ই-মেইল:
- বিআরইবি ওয়েবসাইট: (http://www.reb.gov.bd/)
- বাংলাদেশের প্রতিটি জেলা থেকে আবেদনকারীরা আসতে পারেন।
- যেকোন কোম্পানীতে কর্মরত যে কোন আবেদনকারী আবেদন করতে ইচ্ছুক তা করতে পারেন। তবে পর্যাপ্ত অনুমতি নিয়েই করতে হবে।
- যে কোনো ক্ষেত্রে, কর্তৃপক্ষ শূন্য পদের সংখ্যা বাড়াতে বা কমাতে পারে। কর্তৃপক্ষ চাইলে, তারা বিআরইবি চাকরির সার্কুলার বাতিলও করতে পারে। কর্তৃপক্ষ এই অধিকার রাখে।
- নিয়োগ সংক্রান্ত যে কোন বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার (ওএন্ডএম/ইএন্ডসি/ইআরইউ/পিএন্ডএম/ইআরসি/এসএন্ডপি/জিএস) পদের জন্য কীভাবে আবেদন করবেন
০১) আবেদন করতে প্রথমে http://brebhr.teletalk.com.bd/posts.php এই লিঙ্কে যেতে হবে।
০২) এখন বিআরইবি চাকরির বিজ্ঞপ্তিতে উল্লিখিত সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার (ওএন্ডএম/ইএন্ডসি/ইআরইউ/পিএন্ডএম/ইআরসি/এসএন্ডপি/জিএস) পদের নাম স্ক্রিনে প্রদর্শিত হবে। আপনাকে সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার (ওএন্ডএম/ইএন্ডসি/ইআরইউ/পিএন্ডএম/ইআরসি/এসএন্ডপি/জিএস) নির্বাচন করতে হবে এবং তারপরে নেক্সট বাটনে ক্লিক করতে হবে।
০৩) আপনার বিস্তারিত চাহিত তথ্য পূরণ করে আবেদন সম্পন্ন করুন।
বিআরইবি চাকরির আবেদন ফি জমা দেওয়ার পদ্ধতি
আপনাকে ৩০০/- টাকা আবেদন ফি দিতে হবে। চলুন দেখে নেই কিভাবে SMS এর মাধ্যমে ফি পরিশোধ করবেন।
প্রথম SMS: BREBHR <space> User ID লিখে পাঠান ১৬২২২ নম্বরে।
উদাহরণ: BREBHR ABCDEF
দ্বিতীয় এসএমএস: BREBHR <space> Yes <space> PIN লিখে পাঠান ১৬২২২ নম্বরে।
উদাহরণ: BREBHR হ্যাঁ 12345678
উল্লেখ্য যে, প্রথম SMS পাঠানো হলে আপনাকে একটি PIN নম্বর আপনাকে দেওয়া হবে। দ্বিতীয় SMS এ PIN নম্বরটি ব্যবহার করতে হবে। আপনার সিমে পর্যাপ্ত পরিমাণ টাকা রেখে উপরুক্ত নিয়ম অনুসারে SMS দু’টি পাঠালে আপনার আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে। আপনাকে একটি কনফার্মেশন ম্যাসেজে আবেদন সম্পন্ন হওয়ার পর জানিয়ে দেওয়া হবে। সাথে একটি Password ও দেওয়া হবে যা আপনার পরবর্তিতে এডমিট কার্ড ডাউনলোড করতে কাজে লাগবে।