এনার্জি মিটার কি? এনার্জি মিটারের প্রকারভেদ | What is an Energy Meter?
What is an Energy Meter? Types of Energy Meters | এনার্জি মিটার কি? এনার্জি মিটারের প্রকারভেদ
বৈদ্যুতিক মিটার/এনার্জি মিটার (Energy Meter)
বৈদ্যুতিক মিটার হল এমন একটি যন্ত্র/ডিভাইস যা একটি বাসস্থান, ব্যবসা বা শিল্প প্রতিষ্ঠানে ব্যবহৃত বৈদ্যুতিক শক্তির পরিমাণ পরিমাপক । এই এনার্জি মিটারকে ওয়াট আওয়ার বা কিলোওয়াট-আওয়ার মিটারও বলা হয়ে থাকে । এই মিটারে, বৈদ্যুতিক শক্তি এবং কত সময় এই বৈদ্যুতিক শক্তি ব্যয় হয়েছে সে সময়ের গুণফল সরাসরি পাওয়া যায়। বর্তনীতে/সার্কিটে যতক্ষণ পর্যন্ত বৈদ্যুতিক শক্তি ব্যয় হয়, ততক্ষণ পর্যন্ত বৈদ্যুতিক শক্তি খরচ রেকর্ড করে থাকে।
বৈদ্যুতিক মিটার/এনার্জি মিটার (Energy Meter) এর প্রকারভেদ
(সাধারণত আমরা তিন ধরনের বৈদ্যুতিক মিটার/এনার্জি মিটারের সাথে পরিচিত)
- ইলেক্ট্রোমেকানিক্যাল টাইপ ইন্ডাকশন মিটার (Electromechanical Type Induction Meter)
- ইলেকট্রনিক এনার্জি মিটার (Electronic Energy Meter)
- স্মার্ট এনার্জি মিটার (Smart Energy Meter)
বর্তমানে আমরা ইলেকট্রনিক এনার্জি মিটার ও স্মার্ট এনার্জি মিটার ব্যবহার করে থাকি ইলেক্ট্রোমেকানিক্যাল টাইপ ইন্ডাকশন মিটার এখন আর ব্যবহার এর নির্দেশনা নেই।
স্মার্ট এনার্জি মিটার (Smart Energy Meter) এর প্রকারভেদ
- কীপ্যাড প্রিপেইড বৈদ্যুতিক মিটার (Keypad Prepaid Meter)
- স্মার্ট কার্ড প্রিপেইড বৈদ্যুতিক মিটার (Smart Card Prepaid Meter)
কীপ্যাড প্রিপেইড বৈদ্যুতিক মিটার (Keypad Prepaid Meter)
কীপ্যাড প্রিপেইড বৈদ্যুতিক মিটার এ কীপ্যাড থাকে এর মাধ্যমে ক্রয়কৃত এনার্জি চার্জ মিটারে প্রবেশ করাতে হই তাই এ ধরনের মিটারকে কীপ্যাড প্রিপেইড মিটার বলা হয়ে থাকে।
স্মার্ট কার্ড প্রিপেইড বৈদ্যুতিক মিটার (Smart Card Prepaid Meter)
স্মার্ট কার্ড প্রিপেইড বৈদ্যুতিক মিটার এ কীপ্যাড থাকে না এই মিটারের রিচার্জ কার্ড এর মাধ্যমে করা হয়ে থাকে। এছাড়া এ মিটারের সকল ব্যবহৃত এনার্জি চার্জ,ব্যবহৃত ইউনিট সহ যাবতীয় বিষয় অনলাইনে পর্যবেক্ষণ করা যায় তাই এ ধরনের মিটারকে স্মার্ট কার্ড প্রিপেইড বৈদ্যুতিক মিটার বলা হয়ে থাকে।
প্রচলিত বিলিং সিস্টেম অনুযায়ী মিটার এর প্রকারভেদ
(বাংলাদেশে প্রচলিত বিলিং সিস্টেম অনুযায়ী)
- পোষ্ট পেইড মিটার (Post Paid Meter)
- প্রিপেইড মিটার (Prepaid Meter)
পোষ্ট পেইড মিটার (Post Paid Meter)
পোষ্ট পেইড বৈদ্যুতিক মিটার হলো একধরনের বিদ্যুৎ পরিমাপক যন্ত্র/ডিভাইস যেখানে বিদ্যুৎ ব্যবহারের পর বিল তৈরি হয় পরবর্তিতে বিল পরিশোধ করতে হয়। বিদ্যুৎ ব্যবহারের পর অর্থ প্রদান করে বিদ্যুৎ ব্যবহার করা হয় বলেই এধরনের মিটারকে পোষ্ট পেইড মিটার বৈদ্যুতিক মিটার বলা হয়।
প্রিপেইড মিটার (Prepaid Meter)
প্রিপেইড বৈদ্যুতিক মিটার হলো একধরনের বিদ্যুৎ পরিমাপক যন্ত্র/ডিভাইস যেখানে বিদ্যুৎ ব্যবহারের পূর্বে টাকা রিচার্জ করতে হয়। এরপরই বিদ্যুৎ ব্যবহার করা যায়। পূর্বে অর্থ প্রদান করে বিদ্যুৎ ব্যবহার করা হয় বলেই এধরনের মিটারকে প্রিপেইড বৈদ্যুতিক মিটার বা প্রিপেইড মিটার বলা হয়।