বিপিডিবি প্রিপেইড মিটারের সব দরকারী কোড
প্রিপেইড মিটারের সব দরকারী কোড |
বিপিডিবি প্রিপেইড মিটারের সব দরকারী কোড
বিপিডিবি প্রিপেইড মিটার
বিপিডিবি প্রিপেইড মিটার কার্যক্রম ২০০৫ সালে পাইলট প্রকল্পের মাধ্যমে শুরু করেছিল । এর ধারাবাহিকতায় ২০১৭ সালের অক্টোবর মাসে বিপিডিবির নিয়ন্ত্রিত চারটি জোনে যথাক্রমে চিটাগং,ময়মনসিংহ,কুমিল্লা ও সিলেটে মিটার স্থাপনের কার্যক্রম শুরু করে। প্রথমে পিডিবির নিজস্ব আমদানিকৃত মিটার গ্রাহক পর্যায়ে স্থাপন শুরু করলেও বর্তমানে কিছু মিটার প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে স্বর্ত সাপেক্ষে অনুমোদন প্রদান করে। আজকে আমরা মোটামুটি বিপিডিবি প্রিপেইড মিটারের সব দরকারী কোড নিয়ে আলোচনা করবো।
প্রিপেইড মিটার স্থাপনের বর্তমান চিত্র
২০২২ সালের জুলাই মাসের হিসেব অনুযায়ী বাংলাদেশে মোট বিদ্যুতের গ্রাহকের সংখ্যা ৪ কোটি ৩১ লাখ।দেশে ৬টি বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান প্রিপেইড মিটার স্থাপনের কাজ করছে। এর মধ্যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ১৫ লাখ ৬৬ হাজার ২৯১, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) ১৩ লাখ ১০ হাজার ৫৬৪, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) ৬ লাখ ৪২ হাজার ৪৬৯, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) ৬ লাখ ১৪ হাজার ২০৫, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লি. (ওজোপাডিকো) ৪ লাখ ৭৩ হাজার ৯২৩ ও নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) ৫ লাখ প্রিপেইড মিটার স্থাপন করেছে। উক্ত তথ্য ২০২২ সালের সেপ্টেম্বর মাসের হিসাব অনুযায়ী।
প্রিপেইড মিটার (Prepaid Meter)
প্রিপেইড বৈদ্যুতিক মিটার হলো এক ধরনের বিদ্যুৎ পরিমাপক যন্ত্র/ডিভাইস যেখানে বিদ্যুৎ ব্যবহারের পূর্বে টাকা রিচার্জ করতে হয়। এরপরই বিদ্যুৎ ব্যবহার করা যায়। পূর্বে অর্থ প্রদান করে বিদ্যুৎ ব্যবহার করা হয় বলেই এধরনের মিটারকে প্রিপেইড বৈদ্যুতিক মিটার বা প্রিপেইড মিটার বলা হয়।
প্রিপেইড মিটার প্রস্তুতকারী প্রতিষ্ঠান
- ইনহে প্রিপেইড মিটার
- হেক্সিং প্রিপেইড মিটার
- লিংইয়াং প্রিপেইড মিটার
- ইস্টার্ন প্রিপেইড মিটার
- সেল প্রিপেইড মিটার
- জেএফজে প্রিপেইড মিটার
- এফজিএফ প্রিপেইড মিটার
- ক্যাপিটাল প্রিপেইড মিটার
- কেমকো প্রিপেইড মিটার
- নর্দান প্রিপেইড মিটার
বিপিডিবি প্রিপেইড মিটারের সব দরকারী কোড
উল্লেখিত কোড সমূহ ইউনিফাইড কোড সমর্থিত মিটারের কাজ করবে
- ব্যালেন্স পরিক্ষার জন্য 801
- মিটারের অবস্থা পরীক্ষা করতে 807
- প্রিপেইড মিটারের নম্বার বের করতে 804
- জরুরী ব্যালেন্স দেখতে চেক 810
- জরুরী ব্যালেন্স গ্রহন করতে 811
- সর্বশেষ বিদ্যুৎ খরচের পরিমাণ দেখতে 813
- শেষ রিচার্জের পরিমাণ দেখতে 817
- বিগত মাসে বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ 820
- সর্বশেষ প্রিপেইড মিটার রিচার্জের টোকেন নম্বর দেখতে 830
- ভোল্টেজ পরীক্ষা করতে 870
- সপ্তাহিক ব্যালেন্স পরিক্ষা করতে 899
- টোকেনের সিরিয়াল নাম্বার পরিক্ষা করতে 889
- শেষ রিচার্জের সময় চেক করতে 816
- বিদ্যুৎ বিভ্রাটের সময় পরীক্ষা করতে 819
ইউনিফাইড কোড সমর্থিত ব্যাতিত বিপিডিবি প্রিপেইড মিটারের সব দরকারী কোড
SL | Information | Hexing | Inhe 1P | Inhe 3P | Linyang | Eastern |
---|---|---|---|---|---|---|
1 | Meter Activation | 865 | 37120 | 37120 | 865 | Auto |
2 | Logoff Return Token | 818 | 54 | C6015 | - | 051 |
3 | Relay Triping Cause | 806 | 008 | 041 | ||
4 | Emergency Balance Start | 811/810 | 89898686 | 89898686 | 809 | |
5 | Meter Number | 804 | 30 | C10 | 100 | 011 |
6 | Sanction Load | 869 | 19 | 21350 | 007 | 004 |
7 | Remaining Balance | 801 | 00 | C501 | 019 | 010 |
8 | Remaining Emergency Balance | 981/810 | 38/59 | 106 | ||
9 | Last Recharge Amount | 817 | 31 | CL401 | 200 | 050 |
10 | Last Recharge Token | 830 | 53 | C6014 | 201 | |
11 | Token Sequence Number | 889 | 52 | C6013 | 011 | 090 |
12 | Current Month Uses | 814 | 01 | 803 | 047 | |
13 | Last Month Uses | 820 | 820 | 053 | ||
14 | Status of Friendly Mode | 900 | 51/51/56 | C6011, C6012 | 785 | 100 |
15 | Voltage | 877 | 07 | L1-3270, L2-5270, L3-7270 | 760 | 070 |
16 | Current | 874 | 08 | L1-3170, L2-5170, L3-7170 | 763 | 071 |
17 | Overdraw Threshold | 38 | C505 | 106 | 044/045 | |
18 | Tariff Solution | 809/886 | 03 | C701 | 005 | 008 |