জিএসটি (পাবলিক ইউনিভার্সিটি) গুচ্ছ ভর্তি ২০২২-২৩

GST (Public University) Admission 2022-23 | জিএসটি (পাবলিক ইউনিভার্সিটি) গুচ্ছ ভর্তি ২০২২-২৩
gst admission circular,gst admission login,gst admission result,gst admission apply,gst admission subject list,gst admission notice,জিএসটি গুচ্ছ ভর্তি

GST (জিএসটি) কি?

জিএসটি ভর্তি পদ্ধতিতে, বিজ্ঞান, বাণিজ্য এবং মানবিক বিভাগের সমস্ত শিক্ষার্থীরা জিএসটি ভর্তি পরীক্ষায় অংশগ্রহন করতে পারে। সারা দেশে একই দিনে GST ভর্তি হবে।

GST (Public University) Admission 2022-23 জিএসটি (পাবলিক ইউনিভার্সিটি) গুচ্ছ ভর্তি ২০২২-২৩

দেশের ২২টি পাবলিক সাধারন এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জিএসটি) সমন্বিত ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন ফেব্রুয়ারি শেষ দিকে শুরু হবে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে মার্চ-এপ্রিল মাসে। বানিজ্য, মানবিক ও বিজ্ঞান বিভাগ থেকে সকল আবেদনকারীকে পরীক্ষায় অংশগ্রহনের সুযোগ দেয়া হবে। এইচএসসি সিলেবাসের ভিত্তিতে জিএসটি  সিলেবাস তৈরি হয়ে থাকে। শীঘ্রই জিএসটি ভর্তি সার্কুলার ২০২২-২৩ প্রকাশিত হবে। অনলাইনে জিএসটি গুচ্ছ ভর্তির প্রাথমিক আবেদন শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে ফেব্রুয়ারির শেষ দিকে এবং শেষ হতে পারে মার্চের প্রথম সপ্তাহে।

জিএসটি গুচ্ছ ভর্তি প্রক্রিয়ার সম্ভাব্য সময়কালঃ

(কর্তৃপক্ষ তারিখ নির্ধারন করলে এখানে তথ্য সমূহ আপডেট করা হবে)

প্রাথমিক অনলাইন আবেদন শুরু ফেব্রুয়ারি ২০২৩
প্রাথমিক আবেদন সমাপ্তি মার্চ ২০২৩
আবেদন ফি ১,৫০০ টাকা
এডমিট কার্ড প্রাপ্তি ০০- ০০ এপ্রিল ২০২৩
ভর্তি পরীক্ষার তারিখ এপ্রিল ২০২৩                                                                                    

জিএসটি ভর্তি পরীক্ষার রুটিনঃ

ইউনিট/ বিভাগ তারিখ সময়
A ইউনিট (মানবিক) -- এপ্রিল ২০২৩ ১২:০০ - ০১:৩০
B ইউনিট (বানিজ্য) -- এপ্রিল ২০২৩ ১২:০০ - ০১:৩০
C ইউনিট (বিজ্ঞান) -- মে ২০২৩ ১২:০০ - ০১:৩০
কিভাবে জিএসটি গুচ্ছ পদ্ধতিতে ভর্তি হয়
তিনটি ধাপে সমন্বিত বা  গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হবে, যেমন-
১। সাধারন এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
২। প্রকৌশল বিশ্ববিদ্যালয় (৩টি প্রকৌশল বিশ্ববিদ্যালয় নিয়ে আলাদা গুচ্ছ)
৩। কৃষি বিশ্ববিদ্যালয় (পৃথক গুচ্ছ)

অর্থাৎ উপরের তিনটি ক্যাটাগরিতে আলাদা ভাবে ৫টি  পরীক্ষা হবে-
► সাধারন পাবলিক বিশ্ববিদ্যালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্যে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের জন্যে ১টি করে পৃথক ৩টি পরীক্ষা।
► প্রকৌশল বিশ্ববিদ্যালয় সমুহে ভর্তির জন্যে ১টি পরীক্ষা (৩টি প্রকৌশল বিশ্ববিদ্যালয় নিয়ে আলাদা গুচ্ছ) ।
► কৃষি বিশ্ববিদ্যালয় সমুহে ভর্তির জন্যে ১টি পরীক্ষা।

জিএসটি গুচ্ছ পদ্ধতিতে যেভাবে পছন্দের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেনঃ

জিএসটি গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের একটি মেধা স্কোর দেওয়া হবে। আর অন্যদিকে গুচ্ছ পদ্ধতিতে থাকা বিশ্ববিদ্যালয় গুলি তাদের শর্ত ও চাহিদা উল্লেখ করে ভর্তি বিজ্ঞাপন প্রকাশ করবে। আর প্রাপ্ত মেধা স্কোর অনুযায়ী পছন্দের বিশ্ববিদ্যালয়ে ছাত্র-ছাত্রী ভর্তি হবে।

বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে অংশ নিয়ে ভর্তি পরীক্ষায় পাস করা শিক্ষার্থীরা পরবর্তিতে বিভাগ পরিবর্তন করতে পারবে।

যে সব ছাত্র-ছাত্রী ২০২১ ও ২০২২ সালে এইচএসসি পাস করেছে শুধু মাত্র তারা ভর্তি পরীক্ষায় অংশ গ্রহন করার জন্যে আবেদন করতে পারবে। তবে ভর্তি পরীক্ষায় পাস করার পর আগের বছরে এইচএসসি পাস করা শিক্ষার্থীরা কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে তা নির্ভর করবে গুচ্ছ ভর্তিতে অংশ নেয়া বিশ্ববিদ্যালয় সমুহের নিজেস্ব ভর্তি নীতিমালার উপর। প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলির ভর্তির বিষয়ে শীঘ্রই চুড়ান্ত সিদ্ধান্ত আসবে।

আবেদনের যোগ্যতাঃ

  • শিক্ষার্থীকে অবশ্যই ২০২১ বা ২০২২ সালে এইচএসসি পাস করতে হবে।
  • বিজ্ঞান বিভাগ: এসএসসি ও এইচএসসিতে মোট সর্বনিম্ন জিপিএ ৮.০০ থাকতে হবে এবং কোনটিতে জিপিএ ৩.৫০ এর কম হবে না।
  • ব্যবসায় শিক্ষা বিভাগ: এসএসসি ও এইচএসসিতে মোট সর্বনিম্ন জিপিএ ৬.০ থাকতে হবে এবং কোনটিতে জিপিএ ৩.০০ এর কম হবে না।
  • মানবিক বিভাগ: এসএসসি ও এইচএসসিতে মোট সর্বনিম্ন জিপিএ ৬.০০ থাকতে হবে এবং কোনটিতে জিপিএ ৩.০০ এর কম হবে না।

ভর্তি পরীক্ষার নম্বর বিন্যাসঃ

এমসিকিউ (MCQ) পদ্ধতিতে মোট ১০০ নাম্বারের গুচ্ছ ভর্তি পরীক্ষা গ্রহন করা হবে। বিভাগ ও বিষয় অনুযায়ী ভর্তি পরীক্ষার নাম্বার বিন্যাস নিম্নরুপঃ-
বিষয় বিজ্ঞান ব্যবসায় মানবিক
বাংলা ১০ ১৩ ৪০
ইংরেজি ১০ ১২ ৩৫
আইসিটি/গণিত/জীববিজ্ঞান (যেকোন ২টি)     ৪০ (ঐচ্ছিক)    ২৫ ২৫
হিসাব বিজ্ঞান X ২৫ X
ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা X ২৫ X
পদার্থ ২০ X X
রসায়ন ২০ X X
সর্বমোট নাম্বার ১০০ ১০০ ১০০

যে সকল বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি পরীক্ষা গ্রহন করবেঃ


সাধারন বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কৃষি বিশ্ববিদ্যালয়
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
ইসলামী বিশ্ববিদ্যালয় হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শেখ মুজিব কৃষি বিশ্ববিদ্যালয়
খুলনা বিশ্ববিদ্যালয় মাওলানা ভাষানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়
কুমিল্লা বিশ্ববিদ্যালয় নোয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়
কাজী নজরুল বিশ্ববিদ্যালয় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ভেটেনারি ও এ্যানিম্যাল সাইন্স ইউনিভার্সিটি
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়
বরিশাল বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুবিজ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
রবীন্দ্র বিশ্ববিদ্যালয় রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয় ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
পরবর্তী পূর্ববতী
মন্তব্য নেই
মন্তব্য যোগ করুন
comment url