চ্যাট জিপিটি (ChatGPT) সম্মন্ধে বিস্তারিত
চ্যাট জিপিটি (ChatGPT)
চ্যাট জিপিটি (ChatGPT) হলো ওপেন এআই এর একটি কৃত্তিম বুদ্ধিমত্তা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুল। চ্যাট জিপিটি (ChatGPT) ২০১৫ সালে তৈরি হয়। চ্যাট জিপিটি ব্যবহার করে এমন অনেক কাজ মুহূর্তে করা সম্ভব যা করতে আগে ঘণ্টার পর ঘণ্টা সময় লাগত। এটি চ্যাট বটের মত আপনি প্রশ্ন করবেন আর সে তার ডাটাবেস থেকে সাথে সাথে আপনার প্রশ্নের উত্তর খুজে আপনার সামনে হাজির করবে।চ্যাট জিপিটি (ChatGPT) তৈরির পিছনে এলন মাস্ক, স্যাম অল্টম্যান, গ্রেগ ব্রকম্যানদের মত আরো অনেকের প্রচেষ্ঠা রয়েছে। চ্যাট জিপিটির ডাটাবেস ২০২১ সাল পর্যন্ত হালনাগাদ হয়েছে মানে সে এর পরের ঘটে যাওয়া বিষয়বস্তু সম্পর্কে উত্তর দিতে পারে না। এর ডেভেলপাররা সবসময় আপডেট করার কাজ করছে।
চ্যাট জিপিটি (ChatGPT) এর ব্যবহার
চ্যাট জিপিটি (ChatGPT) কিছু বিষয় এর উপর প্রশ্ন করলে উত্তর দিয়ে থাকে। চ্যাট জিপিটি (ChatGPT) এর মাধ্যমে আরটিক্যাল লিখা বা কোডিং করিয়ে নিতে পারবেন তবে নিমোক্ত বিষয় গুলোর মধ্যে প্রশ্ন করলে সে উত্তর দিতে পারে
- ব্যবসা
- শিক্ষা
- গবেষণা
- স্বাস্থ্যসেবা
- আইন
- অর্থায়ন
- মার্কেটিং
- গেমিং
- মানব সম্পদ
- প্রকৌশল
- রিটেইল
- কৃষি
- পরিবহন
- গ্রাহক সেবা
- সরকারী সেবা
- শিল্প এবং বিনোদন
- যন্ত্রমানব নির্মাণ বিদ্যা
চ্যাট জিপিটি (ChatGPT) এর কর্মদক্ষতা
চ্যাট জিপিটি এআই এর দক্ষতা অনান্য এআই থেকে ভালো তবে আগেই বলেছিলাম এর সর্বশেষ ডাটাবেস ২০২১ সালে হালনাগাত করা হয়েছিলো তাই ২০২১ এর পরের আপডেট সে দিতে পারে না আমি মেট্রোরেল সম্পর্কে জানতে চেয়েছিলাম কিন্তু সে উত্তর দেয় এখনো মেট্রোরেলের কাজ শুরুই হয়নি। চ্যাট জিপিটি লিংক স্ক্যান করতে পারে না। এর মাধ্যমে ম্যাথ সমাধান বা সূত্র বলে দিতে পারে । ইন্টারনেট সংযোগের গতি ভালো না হলে এর থেকে ভালো ফলাফল পাওয়া যায় না।
চ্যাট জিপিটি (ChatGPT) এর উপকারিতা
চ্যাট জিপিটি (ChatGPT) এর উপকারিতা লিখে বুঝানো যাবে না। অনান্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুল থেকে চ্যাট জিপিটি ব্যবহার করা সহজ। আপনি মোটামুটি আরটিক্যাল,কোডিং,চিঠি, রচনা, প্রতিবেদন আরো এরকম যা কিছু আছে তা চ্যাট জিপিটি দিয়ে লিখিয়ে নিতে পারবেন কিছু সময়ের মধ্যেই। সব কিছূই ইংরেজী পাবেন বাংলায় সে উত্তর দিতে এক্সপার্ট না অনেক সময় ব্যয় করে আবার ফলাফল গুগল ট্রান্সলেটরের মত ।
চ্যাট জিপিটি (ChatGPT) এর অপকারিতা
কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রকৃতপক্ষে মানুষের মতো ভাবতে ও কাজ করতে পারে, অর্থাৎ যে কাজটি আমি আপনি যা সহজেই চিন্তাভাবনা করে করতে পারি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সমস্ত কাজ স্বাচ্ছন্দ্যে করতে পারে। বিশেষজ্ঞদের মতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শক্তিশালী এআই প্রযুক্তি সরাসরি মানুষের ক্ষতি করবে না, বরং মানব সভ্যতার সমস্যাগুলোকে বাড়িয়ে দেবে।
আজকের নিবন্ধে চ্যাট জিপিটি (ChatGPT) সম্মন্ধে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করেছি আশা করছি আপনাদের কাজে আসবে। কোন বিষয় যোগ বা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন।