বাংলাদেশ রেলওয়ে অনলাইন ট্রেন টিকিট বুকিং প্রক্রিয়া
Bangladesh Railway Online Train Ticket Booking Process-eticket.railway.gov.bd | বাংলাদেশ রেলওয়ের অনলাইন ট্রেন টিকিট বুকিং প্রক্রিয়া।
বাংলাদেশ রেলওয়ে বর্তমানে তাদের অনলাইন ই-টিকেটিং পরিষেবা Shohoz-Synesis-Vincen JV এর মাধ্যমে মার্চ ২০২২ টিকিট বিক্রয়ের কার্যক্রম নতুনভাবে শুরু হয় এর পূর্বে বাংলাদেশ রেলওয়ের টিকিট বিক্রয় কার্যক্রম Computer Network System, Bangladesh এর কাছে ছিল। তাদের ডেভেলপ করা ট্রেনের টিকিট কাটার সিস্টেম ব্যবহার করে ট্রেনের টিকিট ক্রয় করা যেত। সিএনএসবি তাদের পুরানো টিকিটিং সিস্টেম, Esheba-CNSBD বন্ধ করে দিয়েছে এবং Shohoz-Synesis-Vinsen JV-এর কাছে দায়িত্ব হস্তান্তর করেছে। Shohoz-Synesis-Vinsen JV বর্তমানে অনলাইনে ট্রেনের টিকিট বুকিং দিচ্ছে।উল্লেখ্য, অনলাইনে Bangladesh Railway E Ticket বাংলাদেশ রেলওয়ে টিকিট বিক্রয়ের জন্য Shohoz-Synesis-Vincen Joint Venture এর সাথে চুক্তি করেছে আগামী ৫ বছরের জন্য।
বাংলাদেশ রেলওয়ে আনুষ্ঠানিকভাবে "রেল সেবা" নামে একটি অ্যান্ড্রয়েড এ্যাপ গত ৪ জুন ২০২২সালে চালু করেছে। নতুন Rail Sheba অফিসিয়াল অ্যান্ড্রয়েড অ্যাপটি Shohoz-Synesis-Vinsen JV তৈরি করেছে ৷ এটি অনান্য সকল অ্যাপের মতো Google Play Store থেকে ডাউনলোড করা যাচ্ছে। আপনি যদি ট্রেনে ভমন কর চান তবে আপনাকে প্রথমে অনলাইনে বা স্টেশনে একটি টিকিট কিনতে হবে। অনলাইন রেল টিকিট বুকিং সিস্টেম সম্পর্কে আপনার প্রয়োজনীয় সমস্ত তথ্য আপনি এখানে পেয়ে যাবেন ।
অনলাইনে রেল টিকিট দুই (০২) সিস্টেমে বুকিং দিতে পারবেন
ওয়েবসাইট থেকে অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট কাটার প্রক্রিয়ার বিস্তারিতঃ
একাউন্ট তৈরি করুন
আপনার মোবাইল ফোন বা কম্পিউটার থেকে যেকোন ওয়েব ব্রাউজার থেকে ভিজিট করুন এই ওয়েবসাইটে- Bangladesh Railway E-Ticketing Service
প্রথমেই আপনাকে বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে আপনার মোবাইল নম্বর ও ইমেইল দিয়ে রেজিষ্ট্রেশন বা সাইন আপ করতে হবে। রেজিষ্ট্রেশনের জন্য উপরের ডান পাশ থেকে Register বাটনে ক্লিক করুন। নিচের মত একটি ফর্ম আসবে। এখানে আপনি ইংরেজিতে আপনার নাম, ইমেইল, ফোন নম্বর, ও ৮ অংকের একটি পাসওয়ার্ড দিবেন।
NID অথবা Birth Registration Number যেটি আপনি দিতে চান, সেটি Identification Type অপশনে Dropdown অপশন থেকে বাছাই করুন। আপনার National ID Number বা Birth Registration নাম্বার লিখুন।
এরপর আপনার পোস্টকোড এবং নিচে ঠিকানা লিখুন। সব তথ্য অবশ্যই ইংরেজিতে লিখতে হবে।
মোবাইল এর মাধ্যমে ওটিপি ভেরিফাই করুন
আপনার মোবাইলে 6 ডিজিটে একটি Verification Code আসবে এবং Code টি দিয়ে Verify করতে চাওয়া হবে। আপনার মোবাইলে আসা Code টি 45 সেকেন্ডের মধ্যে সঠিকভাবে লিখে Continue বাটনে ক্লিক করুন। আপনার একাউন্টটি প্রাথমিক ভাবে চালু হয়ে যাবে।
একাউন্টে লগ ইন করুন
ওটিপি ভেরিফিকেশন শেষে, স্বয়ংক্রীয়ভাবে আপনার প্রোফাইলে লগ ইন হয়ে যাবে। লগইন না হলে বা ভবিষ্যতে পুনরায় টিকিট ক্রয় করতে এই ওয়েবসাইটে ফিরে আসবেন এবং উপরের ডান পাশ থেকে Login মেন্যুতে ক্লিক করুন। রেজিষ্ট্রেশনের সময় আপনি যে Mobile No এবং Password দিয়েছিলেন, এখানে তা দিয়ে লগইন করুন।